‘মাকে জেতান…’, বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচনের দিন ফেসবুকে বিশেষ বার্তা দিলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আবশ্যিক? সেই সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে তৃণমূলের প্রতীকে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং বামেদের প্রার্থী শ্রীজীব বিশ্বাস।
ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি তৃণমূলের। ভোটের দিন একটি ফেসবুক পোস্টে দেবাংশু জানিয়েছেন, রাজ্যের সাধারণ মানুষকে অনিশ্চয়তা থেকে আলোর পথে ফেরাতে উল্লেখযোগ্য কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ বছর ধরে একটি ভেঙে যাওয়া সিস্টেমকে মাথা তুলে দাঁড় করিয়েছেন দলনেত্রী।
তৃণমূলের যুব নেতা আরও লিখেছেন, ‘তাঁরই সস্তা চপ্পলের এঁকে দেওয়া মসৃণ পথে হেঁটে চলা বাংলার দৌড়তে শেখা। তাঁর জ্বালা মশালে আলোকিত বিদ্বেষকলুষিত বক্ষকুটিরে আজ জোনাকির বাসা.. তাঁর সাদা শাড়ির শুভ্র আভায় চিরশীতঘুমে গত এক টুকরো অঙ্গরাজ্যে আজ জাগরণী চিরশরতের আমেজ…’
Be the first to comment