ভবানীপুরে ভোট দিতে গিয়ে বিরাট বিতর্কে জড়িয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়ন দেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি ভবানীপুরে ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু ভোট দেওয়ার একটি ভিডিয়ো তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোষ্ট করা হয়। যেখানে দেখা যায় যে তিনি কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোন প্রার্থী কাকে ভোট দিচ্ছেন, সেটা যেমন প্রকাশ্যে বলা যায় না, তেমনই ভোট কেন্দ্রে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া যায় না। এ ক্ষেত্রে সব ধরনের নিয়ম মন্ত্রী-পুত্র লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি।
সায়ন দেব চট্টোপাধ্যায় যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা ভোট দেওয়ার সেই ছবি প্রকাশ করে পরে তা ডিলিট করে দিয়েছে বলে দাবি করেন তিনি। বিজেপি যদিও নির্বাচনী বিধি লঙ্ঘন করার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হওয়ার বিষয়ে মনস্থির করে ফেলেছে।
প্রসঙ্গত, নির্বাচন যেমনই হোক না কেন, কে কাকে ভোট দিচ্ছেন সেটা সম্পূর্ণভাবে গোপন রাখা হয়। সেই কারণে ব্যালট বাক্স বা ইভিএমে ভোট দেওয়ার পর কাকে ভোট দেওয়া হল সেই সংক্রান্ত কোনও প্রমাণ থাকে না। কিন্তু গত বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে যেটা করেছেন, তার দ্বারা নির্বাচনী বিধিভঙ্গ করা হয়েছে বলেই অভিযোগ তুলেছে বিজেপি। সায়ন দেবের প্রোফাইল থেকে পোষ্ট করা করা এই ভিডিয়োটি নিয়েই কমিশনে নালিশ জানায় বিজেপি। রাজ্যের একজন মন্ত্রীর ছেলে এমনটা কী ভাবে করতে পারেন, সেই প্রশ্ন তুলে সায়ন দেবের শাস্তি দাবি করেছে পদ্মশিবির।
Be the first to comment