দক্ষিণবঙ্গের পর এবার উত্তরের পালা। ভারী বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি কার হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়লেও আপাপত স্বস্তি দক্ষিণে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ সামান্য বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড ও বিহারের উপরে থাকা নিম্নচাপ শক্তি হারিয়েছে। শক্তি হারিয়ে সেই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হবে। তারই জেরে শনি ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট থাকবে বেশি।
তবে রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক এলাকায় ফি বর্ষায় পাহাড়ি-ধস উদ্বেগ বাড়ায়। এবারও একাধিকবার পাহাড়ি রাস্তায় ধস নেমে বিপত্তি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতা পেয়ে ইতিমধ্যেই ধস মোকালিবায় যাবতীয় প্রস্তুতি রেখেছে স্থানীয় প্রশাসন।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে ঘূর্ণাবর্তের জেরে আগামী রবিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তার আগে দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদেও শনিবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। করোনাকালে এবারের বর্ষায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সমস্যা বেড়েছে।
দফায়-দফায় একটানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে ঘোর সমস্যা তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় এবার উত্তরবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম রয়েছে।
Be the first to comment