স্বচ্ছ ভারতের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বচ্ছ ভারত মিশন আরবানের এবং অটল মিশনের দ্বিতীয় ধাপ ঘোষণা করলেন নমো। শুক্রবার তিনি বলেন, ‘বি আর আম্বেদকরের স্বপ্নপূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলাম আমরা।’ শুক্রবার নয়া দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মোদী। সেখানেই ওই প্রকল্পের ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছ ভারত ২.০ এর মূল লক্ষ্য হল দেশের সমস্ত শহরকে আবর্জনামুক্ত করা। তিনি বলেন, ‘শহরাঞ্চলে জমে থাকা পাহাড়-প্রমাণ আবর্জনাকে সরানোই আমাদের প্রধান লক্ষ্য।‘
তাঁর সংযোজন, ‘স্বচ্ছ ভারতের এই পর্যায়ের লক্ষ্যই হল শহরকে জঞ্জালমুক্ত করা। দ্বিতীয় পর্যায়ে নিকাশি ব্যবস্থা এবং নিরাপত্তাজনিত ব্যবস্থাও নেওয়া হবে। শহরের জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখা হবে। যাতে নালার নোংরা জল কোনওভাবে নদীতে না মেশে সেদিকে নজর রাখতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বচ্ছ ভারত মিশন আরবান ২.০ এবং AMRUT ২.০ এই দুটি প্রকল্পই বি আর আম্বেদকরের স্বপ্নপূরণের দিকে কয়েক কদম এগিয়ে নিয়ে যাবে। আমাদের সৌভাগ্য যে এই ঘোষণা আমরা বি আর আম্বেদকর সেন্টার থেকেই করতে পেরেছি। তিনি বিশ্বাস করতেন যে শহরাঞ্চলের উন্নয়ন সমানাধিকার অর্জনের জন্য জরুরি।’
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী। ওইদিন তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য সুবিধাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই মিশন’। মোদীর সংযোজন, ‘আয়ুষ্মান ভারতের এই ডিজিটাল প্রকল্পে দেশের প্রত্যেক মানুষের কাছে একটি হেলথ আইডি থাকবে। এই কার্ডেই একজন ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত থাকবে। ফলে চিকিৎসকরাও সহজেই রোগীর সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। ভাষাগত বিভেদকে মিটিয়ে দেশের যে কোনও প্রান্তের চিকিৎসকদের কাছে রোগীকে পৌঁছে দেওয়ার প্রচেষ্টাও চালানো হচ্ছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্য ব্যাবস্থাকে শক্তিশালী করে তোলাই আমাদের লক্ষ্য।’
Be the first to comment