এবার ক্য়াপ্টেন অমরিন্দর সিংকে পালটা আক্রমণের পথে হাঁটল কংগ্রেস ৷ পঞ্জাবে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত ৷ তাঁর দাবি, ক্যাপ্টেনের কথায় কোনও ভিত্তি নেই ৷ শুক্রবার দেরাদুনে তিনি জানিয়েছেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেসকে যেভাবে অপমান করেছেন, তার কোনও ভিত্তি নেই ৷ ক্যাপ্টেনের সাম্প্রতি বিবৃতি থেকে বোঝাই যাচ্ছে, তিনি কোনওরকম চাপে রয়েছেন ৷ তাঁর নতুন করে ভাবা উচিত ৷ বিজেপিকে সরাসরি বা পরোক্ষভাবে সাহায্য করা উচিত নয় ৷
প্রসঙ্গত, ক্য়াপ্টেন অমরিন্দর সিং গতকাল, বৃহস্পতিবার জানিয়ে দেন যে তিনি কংগ্রেস ছেড়ে দিচ্ছেন ৷ তবে বিজেপিতে যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছেন ৷ কিন্তু কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ কংগ্রেসের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন ৷
সেই প্রসঙ্গেই পালটা আক্রমণের পথে হেঁটেছেন হরিশ রাওয়াত ৷ কিন্তু অমরিন্দরকে আক্রমণ করে কি পঞ্জাবে সংকট এড়াতে পারবে কংগ্রেস? কারণ, নভজ্যোত সিং সিধু সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর পঞ্জাব কংগ্রেসে কোন্দল চলছেই ৷ সিধুর সঙ্গে গতকালই পঞ্জাবের মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন ৷ সেই বৈঠকের ফল কী হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি ৷
এই পরিস্থিতিতে ক্যাপ্টেনের পরবর্তী পদক্ষেপ কী হবে? তিনি কি বিজেপিতে যোগ দেবেন? নাকি অন্য কিছু ভাবছেন? সূত্রের খবর, তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন ৷ সেই দলের নাম হতে চলেছে – পঞ্জাব বিকাশ পার্টি ৷ এখান দেখার সেই দল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটের ময়দানে নামে কি না !
Be the first to comment