দক্ষিণবঙ্গের বন্যা সরকার মেড! শুক্রবার বন্যা পরিস্থিতি নিয়ে এই ভাষাতেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একইসঙ্গে নিম্নচাপের বৃষ্টিতেই দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।
শুক্রবার এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক করে গঙ্গা ভাঙন প্রতিরোধেও রাজ্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘রাজ্য সরকারের ব্যর্থতার কারণেই নদী বাঁধের কাজ না হওয়ায় টাকা ফেরত যাচ্ছে। নদী বাঁধ আরও উঁচু হওয়া দরকার। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য কেন্দ্রে টাকা ফেরত যাচ্ছে। কাজ হয় না।’
একইসঙ্গে রাজ্য সরকারের ‘ম্যান মেড বন্যা’ অভিযোগ প্রসঙ্গে প্রদেশ সভাপতি রাজ্য সরকারকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কটাক্ষ, ‘বন্যা ম্যান মেড নাকি সরকার মেড, না প্রকৃতি মেড- তা সকলের জানা। যদি ম্যান মেড হয় তাহলে এর বিরুদ্ধে রাজ্য সরকারের আদালতের দ্বারস্থ হওয়া দরকার। কারণ ম্যান মেড হলে অবশ্যই খুনের ঘটনার সামিল। রাজ্য সরকার তো কথায়-কথায় সিবিআই, ইডি বলে।’
ডিভিসি থেকে রাজ্য সরকারের অনুমতি ছাড়াই অতিরিক্ত জল ছাড়ার ফলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রাজ্য সরকারের। এদিন সেই অভিযোগ খণ্ডন করে অধীরবাবু বলেন, ‘আমরা নিম্ন অববাহিকায় বাস করছি। ফলে জল ছাড়ার প্রয়োজন হলে জল ছাড়বেই এবং অবশ্যই তার জন্য সরকারের অনুমতি নেওয়া হয়।’ তবে বন্যা রোধে অনেক জায়গায় মাস্টার প্ল্যানের দরকার বলে দাবি তুলেছেন বহরমপুরের সাংসদ। তিনি বলেন, ‘৪৩৯ কোটি টাকা খরচ করে কান্দি মাস্টার প্ল্যান করা হয়েছে কান্দি মহকুমাকে বাঁচাতে। এমন আরও অনেক জায়গায় মাস্টার প্ল্যান করতে হবে।’
Be the first to comment