পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়ক-সাংসদদের দলবদল আটকাতে এবার ময়দানে নামলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, দলবদল আটকাতে দিল্লিতে রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠক করেন নাড্ডা । এই বৈঠকে উপস্থিত ছিলেন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। যে সমস্ত বিজেপি বিধায়ক-সাংসদ বিজেপি ছাড়তে চাইছেন, তার দ্রুত তালিকা দিল্লিতে জমা দিতে বলা হয়েছে।
এনিয়ে দিলীপ ঘোষ বলেন, “এবার দলবদলের বিষয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা স্বয়ং হস্তক্ষেপ করবেন। দলের যাবতীয় রিপোর্ট তিনি নিজেই নেবেন। পদক্ষেপও তিনিই করবেন ৷ দিল্লির বৈঠকে জেপি নাড্ডা জানান, দলবদল করতে পারেন যেসব বিধায়ক ও সাংসদরা, তাঁদের সঙ্গে তিনি নিজেই কথা বলবেন। প্রয়োজনে তাঁদের দিল্লিতে তলব করা হবে।
একুশের নির্বাচনে বিজেপি ৭৭টি আসনে জয়লাভ করে। বিরোধী দলের তকমা পায় কিন্তু তারপর থেকে একের পর এক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। শেষে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপিতে যোগদান করায় বিজেপি বড় ধাক্কা খায়। এরপরই টনক নড়ে দিল্লির। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে হতক্ষেপ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ বাংলার সাংগঠনের হস্তক্ষেপ করার নির্দেশ দেন। এরপরই জেপি নাড্ডা বাংলার সংগঠন নিয়ে আসরে নামেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার সংগঠনের কী কী সমস্যা হচ্ছে সেই বিষয়ে রাজ্য নেতৃত্বকে একটা রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ মূলত, দলবদল আটকাতে রাজ্য নেতৃত্বকে উপদেশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Be the first to comment