রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ফের একবার DVC-কে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর শনিবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে উপস্থিত ছিলেন বন্যা কবলিত রাজ্যের জেলাশাসক এবং সব দফতরের প্রধান সচিবরা। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা ম্যান মেড ক্রাইম। আমি এই বিষয়ে আগেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছি। আবারও লিখব। মুখ্যসচিবকে বলেছি ক্যাবিনেট সেক্রিটারিকে চিঠি লিখতে।’
শনিবার আকাশপথে রাজ্যের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য ডিভিসি-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাজ্যকে আগে থেকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। শুধু তাই নয়, ডিভিসি-এর থেকে ক্ষতিপূরণ চাইতে পারে রাজ্য, জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘কীভাবে বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। গত ২ বছরে ৪ থেকে ৫টা বিপর্যয় সামলেছি। কেন্দ্রীয় সরকারের থেকে আর্থিক সাহায্য পায়নি রাজ্য। ঝাড়খণ্ডকে অনুরোধ করব তাদের বাঁধগুলি অবিলম্বে যেন সংস্কার করা হয়। না হলে আমাদের রাজ্যের ক্ষতি হচ্ছে।’
এদিন মূলত ডিভিসিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘জুলাই মাসে ১ লাখ ১২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ৩০ তারিখ, ১ তারিখ দফায় দফায় জল ছাড়া হয়েছে। ১০ লাখ কিউসেকের উপর জল ছাড়া হয়েছে। রাজ্যের এই বন্যা পরিস্থিতি শুধুমাত্র বৃষ্টির কারণে হয়নি। এটি একটি ম্যান মেড ক্রাইম। কেন ডিভিসি জল ছেড়ে আমাদের ডোবাবে! আমরা ৫ লাখ মানুষকে এখনও পর্যন্ত উদ্ধার করেছি। এভাবে রাজ্যকে না জানিয়ে অপরিকল্পিতভাবে ডিভিসি-এর জল ছাড়া একটি অপরাধ। কেন্দ্র সরকারকে বলব অবিলম্বে ডিভিসি-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই নিয়ে আগেও আমি একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। আবারও লিখব।’ তবে ডিভিসি -এর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা, সেই বিষয়ে খোলসা করে কিছু জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, পুজোর আগে রাজ্যের বন্যা পরিস্থিতির উপর ক্রমাগত নজরদারি চালানো হবে। উৎসবের মুখে এই বিপর্যয়ের জন্য ডিভিসি-কে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখন উৎসবের সময়। মানুষের আনন্দ করার কথা। কিন্তু, এই বন্যা পরিস্থিতির জন্য নাজেহাল হতে হচ্ছে তাঁদের।’
Be the first to comment