লখিমপুর কাণ্ডে ধিক্কার মমতার, সোমবার যোগীরাজ্যে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Spread the love

উত্তরপ্রদেশের লখিমপুরের খেরির ঘটনার তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে তৃণমূল সুপ্রিমো লেখেন, ‘আমাদের কৃষকদের প্রতি বিজপির এই উদাসীনতা আমার কাছে অত্যন্ত যন্ত্রণার’। পাঁচ জনের একটি প্রতিনিধি দল আগামীকাল নিহতদের সঙ্গে দেখা করতে যাবে বলে জানিয়েছেন মমতা। তিনি লেখেন, ‘আমাদের কৃষকদের প্রতি সবসময় নিঃশর্ত সমর্থন রয়েছে।

পাশাপাশি খেরির ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেস কৃষক ভাইদের পাশে রয়েছে ও শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার লখিমপুর যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও। তৃণমূলের তরফে জানানো হয়েছে, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, প্রতিমা মণ্ডল, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব লখিমপুরের খেরিতে কৃষক পরিবারের সঙ্গে দেখা করতে যাবে।

শুধু তৃণমূল কংগ্রেস না। উত্তরপ্রদেশের এই ঘটনায় গোটা দেশে সাড়া পড়ে গিয়েছে। ইতিমধ্যেই লখনউতে পৌঁছে গিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনিও সোমবার খেরিতে যাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও সোমবার উত্তরপ্রদেশ যাবেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের আসা নিয়ে রবিবার সকাল থেকেই বিক্ষোভে সামিল হয়েছিলেন কৃষকরা। সেই বিক্ষোভ ইস্যুতেই ৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*