লখিমপুর খিরিতে হিংসার ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশ পুলিস।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে চাপা পড়ে ২ কৃষকের মৃত্যু ও ২ কৃষককে গুলি করে মারার অভিযোগে তোলপাড় হয় উত্তর প্রদেশের লখিমপুর খিরি। ওই ঘটনার পর সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ কৃষক ও আরও ৪ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে।
বিকেইউ -র রাকেশ টিকাইত এবং যৌথ কিষাণ মোর্চা-সহ বেশ কয়েকজন কৃষক নেতা দাবি করেছিলেন, রবিবার হিংসায় জড়িত থাকার ঘটনায় অজয় মিশ্র এবং তাঁর ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের সোশাল মিডিয়ায় প্রকাশিত তাঁর ভিডিওর বেশ কিছু মন্তব্য শোনার পর টিকাইত মন্ত্রীর গ্রেফতারের দাবি জানান এবং বলেন, গত ১০ দিন ধরে এই অঞ্চলের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
Be the first to comment