ঝাঁট দিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় হিংসার ঘটনায় চার কৃষক সহ আটজনের মৃত্যু হয়েছিল। মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু রাস্তাতেই আটকানো হয় তাঁকে। হরগাঁও এলাকা থেকে সীতাপুর থানায় আটক করে নিয়ে যায় যোগীর রাজ্যের পুলিশ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় পুলিশের গেস্ট হাউজে। সকালে সেই গেস্ট হাউজের মেঝে ঝাঁট দিতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।
রবিবার রাত থেকে নেত্রীকে নিয়ে একের পর এক ভিডিও পোস্ট করে চলেছে উত্তরপ্রদেশ কংগ্রেস। প্রথমে পুলিশকর্মীদের সঙ্গে তাঁর তর্ক-বিতর্কের ভিডিও সামনে আসে। পুলিশকর্মীদের প্রিয়াঙ্কা ওয়ারেন্ট দেখাতে বলেন। ওয়ারেন্ট ছাড়া গাড়িতে তুললে অপহরণের মামলার হুমকি দেন তিনি। এরপরেও তাঁকে নিয়ে যাওয়া হয় সীতাপুর থানায়।
পুলিশের এই ভূমিকা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, তাঁকে গাড়িতে তুলতে হাত লাগিয়েছে পুরুষ পুলিশকর্মী, ধাক্কা দেওয়া হয়েছে এবং কোনও কাগজপত্র দেখানো হয়নি। এদিকে লখিমপুর খেরি যেতে চেয়েছিলেন অখিলেশ যাদবও। তাঁকেও আটকানো হয়। বাধ্য হয়ে বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসলে সেখান থেকেই আটক করে স্থানীয় গৌতমপল্লি থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর সঙ্গে আটক হন সপা সাধারণ সম্পাদক রামগোপাল যাদবও।
Be the first to comment