লখিমপুরে মৃত ৪ কৃষকের পরিবারকে ৪৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা যোগী সরকারের

Spread the love

লখিমপুর খেরির ঘটনায় দেশজুড়ে আলোড়ন শুরু হয়েছে। ঘটনার কড়া নিন্দা করে যোগী সরকার ও BJP-কে আক্রমণ করছেন বিরোধী দলের নেতারা। তবে রবিবারই কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার অশান্তির জেরে নিহত চার কৃষক পরিবারকে আর্থিক সহায়তা ও সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করল যোগী সরকার।

জানানো হয়েছে, রবিবার অশান্তির ঘটনায় যে চারজন কৃষকের মৃত্যু হয়েছিল তাঁদের পরিবারকে ৪৫ লাখ টাকা ও পরিবারের যে কোনও একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি আহতদের ১০ লাখ করে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। ঘটনায় কৃষকদের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারককে দিয়ে ঘটনার তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*