বেশ কয়েকঘণ্টা পার হয়ে গিয়েছে। কিন্তু, এখনও নিয়ন্ত্রণে আসেনি বড়বাজারের কলুটোলা স্ট্রিটের আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছন সুজিত বসু। সূত্রের খবর, ঘটনাস্থলে গিয়ে প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
যদিও পরে অবশ্য আগুন নেভানোর কাজের তদারকি করেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই সুজিত বসুকে ফোন করে সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে, ক্ষয়ক্ষতির পরিমাণ, এলাকাবাসীর সুস্থতা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি।
উল্লেখ্য, সোমবার সকাল ১১টা নাগাদ আগুন লাগে বড়বাজার লাগোয়া কলুটোলা স্ট্রিটের একটি বাড়ির দোতলায়। প্রথমে আগুন ছড়িয়ে পড়েনি। ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের ৪টি ইঞ্জিন। কিন্তু, ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে থাকে। হাইড্রলিক ল্যাডার দিয়েও আগুন নেভানোর কাজ চলে। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সংশ্লিষ্ট এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের।
Be the first to comment