ত্রিপুরায় বিজেপিতে প্রথম ভাঙন, তৃণমূলের পথে গেরুয়া বিধায়ক

Spread the love

ত্রিপুরায় গত কয়েকমাস ধরেই বিজেপিকে চ্যালেঞ্জ করছে তৃণমূল কংগ্রেস। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিজেপির ঘরে ভাঙন ধরানোর প্রক্রিয়াও শুরু করতে চলেছে বলে খবর ৷ আর তা শুরু হচ্ছে ওই রাজ্যে গেরুয়া শিবিরের বিধায়ক আশিস দাসের হাত ধরে ৷ জানা গিয়েছে, ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস এখন কলকাতায় রয়েছেন ৷ আগামিকাল বুধবার ওই বিধায়ক ঘাসফুল শিবিরে যোগ দেবেন ৷ তবে তার আগে আজ, মঙ্গলবার দুপুরে তিনি কালীঘাটে মস্তক মুণ্ডন করবেন ৷

আশিস দাসের দাবি, বিজেপিতে থেকে রাজনীতি করা পাপ ৷ ২৫ বছর সিপিএমের অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করতে বিজেপির সঙ্গে ছিলেন ৷ কিন্তু তার জন্য অজ্ঞানবশত তিনি পাপ করেছ ফেলেছেন ৷ তাই তিনি কালীঘাটে মায়ের মন্দিরের সামনে মস্তক মুণ্ডন করে প্রায়শ্চিত্ত করতে চান ৷

প্রসঙ্গত, কয়েক বছর আগে ত্রিপুরার রাজনীতিতে পা রেখেছিল তৃণমূল ৷ কিন্তু সেবার বিশেষ সুবিধা করতে পারেনি ৷ কিন্তু গত কয়েকমাসে ঘাসফুল শিবির ত্রিপুরার রাজনীতিতে সংগঠন শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়েছে ৷

সেখানে একাধিকবার গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অন্যান্য নেতারাও গিয়েছেন বহুবার ৷ তৃণমূলের বেশ কয়েকজন আক্রান্তও হয়েছেন ৷ এই পরিস্থিতিতে ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারকে আগামী বিধানসভা নির্বাচনে হারানোর দাবি করেছে বঙ্গের শাসকদল ৷

তারই মধ্যে গত কয়েক মাস ধরে ত্রিপুরা বিজেপিতে ভাঙন ধরতে পারে বলে জল্পনা চলছিল ৷ বিশেষ করে নজর ছিল সুদীপ রায়বর্মনের দিকে ৷ কারণ, কংগ্রেস থেকে রাজনীতিতে হাত পাকানো এই নেতা তৃণমূল হয়েই বিজেপিতে যোগদান করেছিলেন ২০১৭ সালে ৷

২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর তিনি মন্ত্রীও হন ৷ কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে তাঁর ‘অম্ল-মধুর’ সম্পর্ক বারবার চর্চায় উঠে এসেছে ৷ পরে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেন ৷

কিন্তু বাস্তবে আশিস দাসকে দিয়ে ত্রিপুরা বিজেপিতে ভাঙন ধরানোর কাজ শুরু করল তৃণমূল ৷ এখন দেখার এই প্রক্রিয়ায় কতটা ধারাবাহিক করতে পারেন মমতা-অভিষেক ! আর এই নিয়ে বিজেপির তরফেই বা কি পালটা প্রতিক্রিয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*