বিমানবন্দরেই ধরনায় বসলেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

Spread the love

লখিমপুরের ঘটনায় দিন প্রতিদিন বেড়েই চলেছে রাজনৈতিক উত্তাপ। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে লখনউ বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। কিন্তু, তাঁকে বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া না হলে তিনি সেখানেই ধরনায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ভূপেশ বাঘেল একটি টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে এই পুলিশ আধিকারিক তাঁকে বিমানবন্দরের বাইরে যাওয়ার জন্য নিষেধ করছেন। ভিডিয়ো ফুটেজ অনুযায়ী ভূপেশ বাঘেল বারবার জিজ্ঞাসা করছেন কেন তাঁকে বিমানবন্দর থেকে বাইরে যাওয়ার জন্য আটকানো হচ্ছে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘আমার লখিমপুর খেরি যাওয়ার কোনও ইচ্ছা নেই। আমি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছি।’ এদিন বিমানবন্দরে বসেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

উল্লেখ্য, সোমবার উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ভূপেশ বাঘেল। তাঁর বিমান লখনউ বিমানবন্দরে কেন অবতরণ করতে দেওয়া হয়নি এই নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ সরকার এই নির্দেশ জারি করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে।

তিনি বলেন, ‘রবিবার রাতে লখিমপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু, সীতাপুরের কাছে তাঁকে আটক করা হয়। আমি সোমবার লখিমপুরে যাব আমার বিমানও তৈরি। তবে লখনউ বিমানবন্দরে বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়নি।’ তিনি আরও প্রশ্ন তোলেন, ‘লখিমপুরে ১৪৪ ধারা জারি রয়েছে। সেক্ষেত্রে কেন লখনউতে বিমান অবতরণে বাধা দেওয়া হচ্ছে? উত্তরপ্রদেশে কি সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? সাধারণ মানুষকে কেন আটকে দেওয়া হচ্ছে? লখিমপুর খেরির ঘটনায় সাধারণ মানুষকে দুঃখ প্রকাশের সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না।’

উল্লেখ্য, দোরগোড়ায় উত্তরপ্রদেশ নির্বাচন। উত্তরপ্রদেশ নির্বাচনের কংগ্রেসের সিনিয়র অবজার্ভার হিসেবে নিযুক্ত করা হয়েছে ভূপেশ বাঘেলকে। এই পরিস্থিতিতে তাঁর উত্তরপ্রদেশে যাওয়া অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*