পদার্থবিদ্যায় নতুন দিগন্ত খুলে দিলেন নোবেলজয়ী ৩ বিজ্ঞানী

Spread the love

ঘোষিত হল ২০২১ সালের পদার্থবিদ্যা বিভাগের নোবেল পুরস্কার। নোবেল পেলেন সিকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমান ও জর্জিও প্যারিসি। পুরস্কার ঘোষণা করে মঙ্গলবার নোবেল কমিটির তরফে জানানো হয়, পদার্থবিদ্যার জটিল বিষয়গুলি আবিষ্কারের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন তাঁরা। আর তাই সর্বোচ্চ এই সম্মানে ভূষিত করা হল এই তিন বিজ্ঞানীকে।

জাপানের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ নবতিপর সিকুরো মানাবে প্রথম কমপিউটারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের গতিবিধি খতিয়ে দেওয়ার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আর এবার পৃথিবীপৃষ্ঠে কার্বন ডাউ অক্সাইডের বৃদ্ধির জেরে তাপমাত্রার দ্রুত বৃদ্ধি নিয়ে তাঁর গবেষণা নোবেল এনে দিল এই বিজ্ঞানীর ঝুলিতে।

৮৯ বছরের জার্মান সমুদ্রবীদ ক্লাউস হ্যাসেলমানকে বিজ্ঞানীমহল চেনে তাঁর ‘হ্যাসেলমান থিওরি’র জন্য। এই থিওরিই তাঁকে নোবেল এনে দিল। ‘হ্যাসেলমান থিওরি’ মূলত আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে একটি সংযোগ স্থাপন করেছে। যা প্রমান করে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবহারে নির্গত কার্বন ডাই অক্সাইডই পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*