সামান্য বাড়লো রাজ্যের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১৯ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। সংক্রমণ বাড়লেও রাজ্যে কমেছে কোভিড মৃত্যু। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৭৫ জন। রাজ্যে কোভিডে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডমুক্ত হয়েছেন ৬৩৭ জন।
রাজ্যে সংক্রমণ শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের, উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেম ১১৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া এই তিন জেলার কোভিড পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ জন, হুগলিতে ৪৫ জন এবং হাওড়াতে ৩৬ জন।
মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থাবা বসিয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৪৬০ জনের শরীরে । তাঁদের মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৩৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ১৮ হাজার ৮৪৮ জনের।
এদিকে দোরগোড়ায় পুজো। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোর জন্য ১১ দফার গাইডলাইন জারি করেছে নবান্ন। এই নির্দেশিকাতে বলা রয়েছে, চারিদিকে খোলা মণ্ডপ তৈরি করতে হবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ এবং বাহির পথ আলাদা রাখা বাধ্যতামূলক। মণ্ডপের ভেতরে যাতে পর্যাপ্ত জায়গা থাকে সেই দিকে উদ্যোক্তাদের বিশেষ নজর দিতে হবে।
Be the first to comment