রাহুল-প্রিয়াঙ্কাকে লখিমপুরে যাওয়ার অনুমতি যোগী সরকারের

Spread the love

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিল উত্তরপ্রদেশ সরকার ৷ পাশাপাশি আরও তিনজন কংগ্রেস নেতাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিয়েছে যোগী সরকার ৷ এদিন দুপুর 2টো নাগাদ লখনউ বিমানবন্দরে নেমেছেন রাহুল। তাঁর সঙ্গে রয়েছেন আরও পাঁচ কংগ্রেস নেতা ৷

লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকেপ্রথমে রাহুলকে লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দেয়নি যোগী সরকার ৷ সরকারিভাবে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট জেলার অবস্থা এমনিতেই অশান্ত রয়েছে ৷ এই পরিস্থিতিতে সেখানে পরিবেশ যাতে আরও বিগড়ে না যায় তার জন্য সেখানে কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না ৷

তবে এদিন পরের দিকে উত্তরপ্রদেশের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি নভনীত শেহগাল জানান, কংগ্রেসের পাঁচ নেতাকে লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধী-সহ আরও তিন নেতাকে এই অনুমতি দেওয়া হল ৷ ইতিমধ্যেই রাহুল লখনউ বিমানবন্দরে পৌঁছেছেন। তাঁর সঙ্গে রয়েছেন ভূপেশ বাঘেল, চরণজিৎ চান্নি, কেসি ভেনুগোপাল এবং রণদীপ সূর্যেওয়ালা।

সোমবার সকাল থেকে সীতাপুরে পিএসি অফিসের অস্থায়ী কারাগারে প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করে রাখা হয়েছিল ৷ রবিবার লখিমপুর খেরিতে অশান্তির ঘটনার পর সোমবার প্রিয়াঙ্কা লখিমপুরে যাচ্ছিলেন ৷ তখনই সীতাপুরে তাঁকে আটক করে গৃহবন্দি করে উত্তরপ্রদেশ পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*