বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যবাসী বুধবার নতুন ভূমিকায় দেখল ৷ এবার তিনি গায়িকা মমতা ৷ তবে, কোরাসে গলা মেলানো নয়, দেখা গেল গায়িকার ভূমিকায় ৷ সদ্য প্রকাশিত জননী অ্যালবামে ‘জয়ন্তী মঙ্গলা কালী’ গানটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেয়েছেন ৷ অবশ্যই সেখানে তাঁর সহায়ক হিসেবে ছিলেন নচিকেতা চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেন ৷
প্রত্যেক বছরের মতো এ বছরও মহালয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে অ্যালবাম প্রকাশিত হয়েছে ৷ সেই অ্যালবামে মোট আটটি গান রয়েছে ৷ যেগুলি গেয়েছেন, নচিকেতা, রূপঙ্কর, মনোময়, শ্রীরাধা, দেবজ্যোতি, তৃষা এবং ইন্দ্রনীলের মতো প্রথিতযশা শিল্পীরা ৷ তবে সেরা আকর্ষণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের গান ৷ সমাজকে উন্নত করতে নারীশক্তি অন্যতম মাধ্যম বলে মনে করেন মমতা ৷ তাই ভোটের প্রচার থেকে সরকারি প্রকল্প, সব ক্ষেত্রেই মা-বোনেদের উন্নতিতে জোর দেওয়া কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী ৷
দেবী দুর্গা নারীশক্তির অন্যতম প্রতিরূপ ৷ তাই দেবী দুর্গার আবাহন-লগ্নে প্রকাশিত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম গানের অ্যালবামের মূল থিম, নারীশক্তি ৷ অ্যালবামের প্রতিটি গানেই ঘুরে-ফিরে এসেছে নারীশক্তির কথা ৷ বাংলার মা-বোনেদের আর্থিকভাবে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অ্যালবামের গানের মধ্যে সেই বিষয়টিও উঠে এসেছে ৷
কবি, চিত্রশিল্পী হিসাবে আগেও নিজেকে মেলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকি বিভিন্ন বিষয়ের উপর বই লিখেছেন, কবিতা লিখেছেন ৷ তাঁর বই আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিক্রিও হয়েছে ৷ বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে আমরা গানের সুরে গলা মেলাতে দেখেছি ৷ অনেক গান লিখেছেন এবং সুরও দিয়েছেন তিনি ৷ প্রতি বছর দক্ষিণ কলকাতায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আয়োজিত দুর্গাপুজোর আবহ সঙ্গীত মমতা বন্দ্যোপাধ্যায়ই তৈরি করেন ৷ এবার নিজেই নিজের লেখা ও সুর দেওয়া গান গাইলেন মমতা ৷
Be the first to comment