লখিমপুর ঘটনার পর পার হয়ে গিয়েছে ৪ দিন। এই ঘটনায় কতজন গ্রেফতার হয়েছে, এবার সেই রিপোর্ট চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যে উত্তরপ্রদেশ সরকারের থেকে জবাব চেয়েছে আদালত। বৃহস্পতিবার লখিমপুর খেরির ঘটনার শুনানি হয় প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চে। এদিন সুপ্রিম কোর্ট বলে, ‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের জানান কতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাদের মধ্যে কতজনকে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা-কে এই মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের লিখিত আবেদন জানান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এদিনের শুনানি। এদিন পিটিশনকারী বলেন, ‘এই ঘটনায় আদালতকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ঘটনাটিতে মানবাধিকারকে লঙ্ঘিত করেছে।’ এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকার উপযুক্ত পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে উত্তরপ্রদেশ সরকারের তরফে আদালতে জানানো হয়, লখিমপুরের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিশন গঠন করা হয়েছে। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘শুনানি চলাকালীন আমাদের কাছে বার্তা আসে এক প্রয়াত কৃষকের মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। আমরা উত্তরপ্রদেশ প্রশাসনকে অবিলম্বে তাঁর চিকিৎসা করার জন্য আবেদন জানাচ্ছি।’
বিচারপতি সূর্য কান্ত জানান, অবিলম্বে তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে। উল্লেখ্য, লখিমপুর খেরির ঘটনায় তদন্তের জন্য হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। আগামী দুই মাসের মধ্যে এই কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
Be the first to comment