হাতে গোনা কয়েকদিন বাকি পুজো। রাজ্যের ৩ কেন্দ্রের উপনির্বাচন আগেই মিটেছে। আর পুজো শেষেই বঙ্গে আরও ৪ কেন্দ্রে উপনির্বাচন। সেই চারটির মধ্যে একটি হল খড়দহ। নির্বাচনের ফল ঘোষণার আগেই খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্য়ু হওয়ায় ওই কেন্দ্রে ফের নির্বাচন। এ বারের তৃণমূল প্রার্থী নির্বাচিত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার, ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দেন বর্ষীয়ান নেতা।
এদিন, খড়দহের শ্যাম মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দেন শোভনদেব। প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে এসে বলেন, “খড়দহে বিধায়ক নির্বাচিত হলে প্রথম কাজ হবে এখানকার নিকাশি ব্যবস্থার পরিকাঠামো ঠিক করা। এছাড়া অন্যান্য যে কর্মসূচি ও পরিকল্পনা রয়েছে তাও পালন করব।”
বরাবরই তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বলে পরিচিত শোভনদেব একুশের বিধানসভা নির্বাচনে মমতার কেন্দ্র ভবানীপুর থেকে প্রার্থী হয়ে জয়ী হন। মমতা প্রার্থী নির্বাচিত হন নন্দীগ্রামে। কিন্তু, সেখানে পরাজিত হন তিনি। সংবিধান অনুযায়ী, মুখ্য়মন্ত্রীকে কোনও একটি কেন্দ্র থেকে ৬ মাসের মধ্যে বিধায়ক হিসেবে নির্বাচিত হতে হবে। সেই মোতাবেক ভবানীপুর থেকেই নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো। ভবানীপুরের আসনটি ছেড়ে দেন শোভনদেব। পরবর্তীতে খড়দহ থেকে তিনি তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী নির্বাচিত হন।
আগামী ৩০ অক্টোবর, খড়দহ ছাড়াও দিনহাটা, শান্তিপুর ও গোসাবাতেও উপনির্বাচন রয়েছে।
Be the first to comment