প্রকাশিত হলো কলকাতা পুলিশের ‘পুজো গাইড ম্যাপ’

Spread the love

পুজোর আগে বিশেষ গাইড ম্যাপ প্রকাশ করল লালবাজার। শুক্রবার কলকাতার কমিশনার সৌমেন মিত্র এদিন ওই গাইড ম্যাপের উদ্বোধন করেন। যা প্যান্ডেল হপিংয়ের শর্টকাট জানতে সাহায্য করবে শহরবাসীকে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অন্য উচ্চপদস্থ আধিকারিকরাও। প্রত্যেক বছরের মতো প্রকাশিত ওই রুট ম্যাপে কলকাতার কোন এলাকায় কোন পুজো হয়েছে, তার বিস্তারিত লেখা রয়েছে।

এ বছর মহামারী পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার কারণে প্যান্ডেল হপিংয়ের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে রাজ্য সরকার। তবে সেক্ষেত্রে জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। এ বছরও মণ্ডপের ভিতরে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। শারীরিক দূরত্ববিধি মেনেই প্রতিমা দর্শন করতে হবে মণ্ডপের বাইরে থেকে।

সরকারের জারি করা যাবতীয় নিয়ম মেনে চলা হচ্ছে কিনা, তা নজরে রাখতে কলকাতার বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হচ্ছে পুলিশ। এছাড়াও জমায়েত রোখা, ট্রাফিক পরিচালনার ক্ষেত্রেও প্রতিবারের মতো বড়সড় ভূমিকা নেবে কলকাতা পুলিশ। সূত্রের খবর, মাসখানেক আগে থেকেই এ নিয়ে আঁটোসাঁটো পরিকল্পনা ছকে ফেলেছে কলকাতা পুলিশ।

এদিন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিগত এক বছরে পথ দুর্ঘটনা অনেকটাই কমেছে। ট্রাফিক নিয়ন্ত্রণও দক্ষ হাতে সামলাচ্ছে পুলিশ। এ বছরেও তার ব্যতিক্রম হবে না বলে আশ্বাস দিয়েছেন কমিশনার। তিনি আরও জানান, এ বছর পাঁচ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে কলকাতার রাস্তায়। রাজ্য সরকারের করোনা বিধি মেনেই পুজোয় ভিড় নিয়ন্ত্রণ ও ট্রাফিক পরিচালনা করবে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, লালবাজার থেকেও সরাসরি মনিটারিং চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*