অনশন ভাঙলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র লখিমপুরে পুলিশ লাইনে আসার পর তিনি এই সিদ্ধান্ত দেন ৷
শুক্রবার লখিমপুরের হিংসায় মৃত সাংবাদিক রমন কাশ্যপের বাড়ি যান সিধু ৷ কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ৷ সেখানে গিয়ে তিনি জানান, যতক্ষণ না কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করা হচ্ছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ততক্ষণ তিনি অনশন চালাবেন ৷ এরপরেই তিনি ওই সাংবাদিকের বাড়িতে অনশনে বসে পড়েন ৷ এদিন প্রথমে, লখিমপুর পৌঁছে লখিমপুরের ঘটনায় মৃত লভপ্রীত নামে এক কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন সিধু ৷
রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর আসার প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সে সময় আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনি ৷ এতে ৪ জন কৃষক মারা যান ৷ অভিযোগ এতে ক্ষিপ্ত কৃষকেরা আগুন ধরিয়ে দেয় কয়েকটি গাড়িতে ৷ এই ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
Be the first to comment