চার কেন্দ্রের উপনির্বাচনে বরাদ্দ ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Spread the love

আগামী ৩০ অক্টোবরের উপনির্বাচনের জন্য রাজ্যের বরাদ্দ ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, পুজো মিটলেই আগামী ৩০ অক্টোবর ভোট হবে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে ৷ এগুলি হল, নদিয়া জেলার শান্তিপুর, কোচবিহার জেলার দিনহাটা, উত্তর ২৪ পরগনা জেলার খড়দা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচন এবং সাম্প্রতিক উপনির্বাচনের মতোই কঠোর নিরাপত্তাবেষ্টনীর মোড়কে ৩০ অক্টোবরের ভোট করাতে চায় তারা ৷ তাই ওই দিন সংশ্লিষ্ট চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বরাদ্দ হয়েছে মোট ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ এই ২৭ কোম্পানির মধ্যে ৮ কোম্পানি থাকবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ, ৯ কোম্পানি থাকবে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, ৫ কোম্পানি থাকবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এবং বাকি ৫ কোম্পানি থাকবে সশস্ত্র সীমা বল বা এসএসবি।

প্রসঙ্গত, পাঁচ মাস আগের নির্বাচনে দিনহাটা থেকে নির্বাচিত হন বিজেপির নিশীথ প্রামাণিক ৷ কিন্তু নিজের লোকসভা সদস্যের পদটি ধরে রাখার জন্য তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ তাই দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন হবে ৷ ঠিক একইভাবে, গত নির্বাচনে শান্তিপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েও পদত্যাগ করেন বিজেপির আর এক লোকসভার সদস্য জগন্নাথ সরকার ৷ অন্যদিকে, খড়দা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার মৃত্যুর ফলে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৷ তেমনি গোসাবায় উপনির্বাচনের কারণ, এই কেন্দ্রে বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ন্ত নস্করের মৃত্যু ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*