আগামী ৩০ অক্টোবরের উপনির্বাচনের জন্য রাজ্যের বরাদ্দ ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, পুজো মিটলেই আগামী ৩০ অক্টোবর ভোট হবে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে ৷ এগুলি হল, নদিয়া জেলার শান্তিপুর, কোচবিহার জেলার দিনহাটা, উত্তর ২৪ পরগনা জেলার খড়দা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ৷
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচন এবং সাম্প্রতিক উপনির্বাচনের মতোই কঠোর নিরাপত্তাবেষ্টনীর মোড়কে ৩০ অক্টোবরের ভোট করাতে চায় তারা ৷ তাই ওই দিন সংশ্লিষ্ট চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বরাদ্দ হয়েছে মোট ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ এই ২৭ কোম্পানির মধ্যে ৮ কোম্পানি থাকবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ, ৯ কোম্পানি থাকবে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, ৫ কোম্পানি থাকবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এবং বাকি ৫ কোম্পানি থাকবে সশস্ত্র সীমা বল বা এসএসবি।
প্রসঙ্গত, পাঁচ মাস আগের নির্বাচনে দিনহাটা থেকে নির্বাচিত হন বিজেপির নিশীথ প্রামাণিক ৷ কিন্তু নিজের লোকসভা সদস্যের পদটি ধরে রাখার জন্য তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ তাই দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন হবে ৷ ঠিক একইভাবে, গত নির্বাচনে শান্তিপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েও পদত্যাগ করেন বিজেপির আর এক লোকসভার সদস্য জগন্নাথ সরকার ৷ অন্যদিকে, খড়দা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার মৃত্যুর ফলে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৷ তেমনি গোসাবায় উপনির্বাচনের কারণ, এই কেন্দ্রে বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ন্ত নস্করের মৃত্যু ৷
Be the first to comment