লখনৌ থেকে মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেসে ধর্ষণ ও লুঠ চালাল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ইগতপুরী স্টেশন ও কসারা স্টেশনের মধ্যে ৷ সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে এই ঘটনার পর মুম্বই জিআরপি পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে ৷
মুম্বইয়ের জিআরপি পুলিশ কমিশনার কোয়াইসার খালিদ জানান, ঘাট অঞ্চলের মধ্যে দিয়ে ট্রেনটি যাওয়ার সময় এই অপরাধমূলক কাণ্ডটি হয় ৷ তিনি একটি টুইট করে জানান, “অভিযুক্তরা ইগতপুরী (অওরঙ্গাবাদ রেলওয়ে ডিসট্রিক্ট) থেকে লখনৌ-মুম্বই পুষ্পক এক্সপ্রেসের ডি-২ স্লিপার বগিতে ওঠে ৷ রাতে ঘাট অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই অপরাধমূলক কাজকর্ম করে ৷”
ট্রেনটি কাসারা পৌঁছাতেই যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ৷ জিআরপির কর্মী এবং আধিকারিকেরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন ৷ আরেকটি টুইটে কমিশনার লেখেন, “নির্যাতিতার বয়স ২০ বছর ৷ আমাদের ৪ জন মহিলা আধিকারিক তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে গিয়েছে ৷ তিনি এখন ভাল আছেন ৷ আমরা সব রকম প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি ৷ আমাদের দল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে ৷ আমরা আগে কী ঘটেছিল, সে সব রেকর্ড দেখছি ৷”
খালিদ জানিয়েছেন, ডেপুটি পুলিশ কমিশনার এবং ক্রাইম ব্রাঞ্চের একটি দল তদন্ত করছে ৷ অভিযুক্তরা ৯৬ হাজার ৩৯০ টাকা লুঠ করেছে ৷ যাত্রীদের থেকে বহু মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ৷ এখনও পর্যন্ত পুলিশ ৩৪ হাজার ২০০ টাকার সম্পত্তি উদ্ধার করতে পেরেছে ৷
ধৃতদের বিরুদ্ধে মুম্বই জিআরপি ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় ডাকাতি, ধর্ষণ-সহ একাধিক অভিযোগে কেস রুজু করেছে ৷
Be the first to comment