প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিল কংগ্রেস ৷ লখিমপুর খেরির ঘটনা নিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে গঠিত ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সাক্ষাতের অনুরোধ জানিয়েছে ৷
কংগ্রেসের তরফে ৯ অক্টোবর রাষ্ট্রপতিকে চিঠিটি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ কে সি বেণুগোপাল ৷ চিঠিতে লখিমপুর খেরির ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জানানো হয়েছে, উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে দিনের আলোয় কৃষক হত্যার মর্মান্তিক ঘটনা সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে ৷ এর থেকেও বেশি দুঃখজনক স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী অজয় মিশ্রের খোলাখুলি হুমকি ৷ মন্ত্রী ও তাঁর পরিবারের মালিকানাভুক্ত থর জিপের তলায় পিষে মারা হয়েছে চাষিদের ৷ সেই সময় যে সব চাষিরা চোখের সামনে ঘটনাটি দেখেছেন, তাঁরা জানিয়েছেন, রাষ্ট্রমন্ত্রীর ছেলে ওই গাড়িটি চালাচ্ছিল ৷ দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদে চলছে, সুপ্রিম কোর্টও এ বিষয়টিতে হস্তক্ষেপ করেছে ৷ তা সত্ত্বেও অপরাধী এবং মন্ত্রীর বিরুদ্ধে কোনও যথার্থ ব্যবস্থা নেওয়া হয়নি ৷
চিঠিতে ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের উল্লেখ করা হয়েছে ৷ সেই দলে প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, সাংসদ এ কে অ্যান্টনি, রাজ্যসভার বিরোধী দলনেতা তথা সাংসদ মল্লিকার্জুন খার্গে ছাড়াও রয়েছেন সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ৷
প্রসঙ্গত, চিঠিটি যেদিন লেখা হয় অর্থাৎ শনিবার রাতে অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করে পুলিশ ৷ স্থানীয় আদালত তার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ সোমবার ফের শুনানি হবে ৷
Be the first to comment