প্রধানমন্ত্রীর বৈঠকে গরহাজির, ফের রাজ্য মুখ্যসচিবকে ডাক কেন্দ্রের

Spread the love

কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে না থাকার ঘটনায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আচরণবিধি নিয়ে অনুসন্ধান কমিটি আগেই গঠন করেছিল কেন্দ্র। সূত্রের খবর, পুজো মিটলেই সেই কমিটির সামনে হাজিরা দিতে হতে পারে তাঁকে। অবশ্য এই বিষয়টি নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (ক্যাট) আলাপনবাবুর দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকে।

সূত্রের খবর, ১৮ অক্টোবর অনুসন্ধান কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপনবাবুকে। তবে রাজ্য প্রশাসনিক মহলে অনেকের ধারণা, কেন্দ্রের সেই নির্দেশ মেনে হাজিরা দেওয়ার বদলে তিনি কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের দ্বারস্থও হতে পারেন। যদিও এখনও পর্যন্ত বিষয়টি স্পষ্ট হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*