পরিচালক অতুন ঘোষ ও প্রযোজক ফিরদাউসুল হাসান ও প্রবাল হালদারের ছবি ময়ূরাক্ষী। ছবিতে পিতা পুত্রর এক অতিব নিবীড় সম্পর্কের ছবি অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ছবিটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রায় চৌধুরী, সুমন ব্যানার্জি, বিপ্লব চ্যাটার্জি সহ অনেকে।
ছবির গল্পটি হল ৮৪ বছর বয়সী বাবা সুশোভান তিনি ইতিহাসের একটি উজ্জ্বল প্রাক্তন অধ্যাপক বর্তমানে বিভিন্ন শারীরিক অসুস্থতার ভুগছেন। তাঁর ছেলে আর্যনীল তাঁর দেখাশুনো করেন। পিতা সাথে ছেলে গভীরভাবে যুক্ত ছিলেন, তবে আর্যনীল মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগোতে বসতি স্থাপন করেছেন এবং তার জীবনকে প্রতিষ্ঠিত করতে সব কিছু করেছে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করেছেন। অনেক কিছু হারিয়ে যায় দুই জীবনের মধ্যে। বার্ধক্য ও নিয়তির সাথে সংঘর্ষের প্রক্রিয়ার মধ্য দিয়ে আর্যনীলকে তার পিতার বর্তমান মানসিক অবস্থার মোকাবিলা এবং তার নিজের জীবনে শান্তি, আশাবাদী ও খাদ্যশস্যের সমাধানের সন্ধান বার করাই মূল কাহিনী।
ছবিটিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিতের অভিনয় সর্বত্র বেশ প্রশংসিত হয়েছে।
Be the first to comment