সাইক্লোন বোমের প্রভাবে আমেরিকার পূর্ব উপকূলে বৃহস্পতিবারের পর রেকর্ড পরিমাণ ঠাণ্ডা পড়েছে। প্রবল শৈত্যপ্রবাহে হাড় হিম করা ঠান্ডায় আমেরিকার বিভিন্ন রাজ্যে রাস্তায় রাস্তায় বরফ পড়েছে। বিমান চলাচল ব্যাহত হয়েছে। আমেরিকার বোস্টনও এর প্রভাব থেকে বাদ যায়নি। চাকরী সূত্রে গত চার বছর ধরে বোস্টনে বসবাসকারী ভারতীয় প্রবাসী অর্জুন সিং রোজদিনের এক প্রতিনিধিকে জানিয়েছেন, গত তিন দিন ধরে রাস্তা ঢাকা ছিলো স্তুপাকার বরফে। তাদের নিজেদেরই সেই সব বরফ সরিয়ে স্বাভাবিক জীবনযাত্রা সচল করার জন্য সচেষ্ট থাকতে হয়েছে। বাড়ির খুব কাছে স্কুল থেকেও ছেলেরা স্কুল যেতে পারেনি। তাছাড়া তিনদিন ধরে স্কুল গুলিও ছুটি দিয়েছিল। অর্জুন জানিয়েছেন, দিনের বেলায় তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রী আর রাত্রি বেলায় তো আরো বেশি। তাঁর বাড়ির সামনে বরফে ঢাকা মাঠ, যেখানে তাঁর ছেলেরা খেলা করে। সেই জায়গারই বেশ কিছু ছবি আর কিছু ভিডিও পাঠিয়েছেন রোজদিনের সেই প্রতিনিধিকে। সেই ছবি আর ভিডিও দেওয়া হলো-
Be the first to comment