দীপাবলির আগে বাড়ছে করোনা, মৃত আরও ১৫

Spread the love

দীপাবলির প্রাক্কালে হাজার ছুঁইছুঁই রাজ্যের করোনা সংক্রমণ। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে ৯৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিনের হিসাব অনুযায়ী, বঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮৯ হাজার ৪২। এদিন ৪৩ হাজার ৩২২ জনের করোনা পরীক্ষা হয়। যা নিয়ে রাজ্যে মোট এক কোটি ৯০ লাখ ৩৯ হাজার ৩০১ জনের কোভিড পরীক্ষা হল।

বর্তমানে রাজ্যের পজিটিভিটির হার ২.২৫ শতাংশ। আগেই চিকিৎসকরা জানিয়েছিলেন, উৎসবের মাঝেই ধীরে ধীরে বাড়তে পারে করোনা পজিটিভিটি। যা বাস্তব হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাজ্যে করোনা পজিটিভিটির হার ছিল ২.০৮ শতাংশ। ওইদিন করোনা আক্রান্ত হয়েছিলেন ৮০৬ জন।

এদিকে এদিন রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা ১৫। যা নিয়ে বাংলায় মোট ১৯ হাজার ৯৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গতদিনও ১৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল রাজ্যে। বর্তমানে রাজ্যে মৃত্যুর হার ১.২০ শতাংশ।

এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩৭ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*