পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপির পুরপ্রতিনিধি তিস্তা বিশ্বাসের

Spread the love

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বিজেপির পুরপ্রতিনিধি তিস্তা বিশ্বাসের। তমলুকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ড কোঅর্ডিনেটরের। জানা গিয়েছে, পুর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার কাছে একটি কলেজ থেকে M.Ed এর ফাইনাল সার্টিফিকেট আনতেে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় তমলুক থানার নিমতৌড়ি অঞ্চলের নিকটে ৪১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপির ওয়ার্ড কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাসের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী গৌরব দাস ও মেয়ে অবন্তিকা। তাঁদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর।

জানা গিয়েছে, হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের নিমতৌড়ির কাছে একটি লরি খারাপ হয়েছিল। সেই সময় তিস্তা বিশ্বাসদের গাড়িটি ওই পথে যাওয়ার সময় গতি কমিয়ে দেওয়া হয়েছিল। পেছন দিক থেকে একটি তেলের ট্যাঙ্কার দ্রুত গতিতে এসে তাঁদের গাড়িটির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় পুরপ্রতিনিধির গাড়ি। স্থানীয়দের তৎপরতায় তিস্তার স্বামী ও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়। তিস্তাকে স্থানীয়রা গাড়ি থেকে বের করে আনতে পারেননি। তমলুক থানার পুলিশ গিয়ে পুরপ্রতিনিধিকে উদ্ধার করে। দ্রুততার সঙ্গে তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তিস্তাকে মৃত বলে ঘোষণা করেন। তিস্তার স্বামী ও মেয়েকে তমলুক জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হলেও পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে এ ঘটনার জেরে জাতীয় সড়ক জুড়ে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। তবে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটক করা হয় ঘাতক গাড়িটিকে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসেন বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা জেলা নেতা নীলাঞ্জন অধিকারী বলেন, ‘একটি অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় কলকাতার গড়িয়াহাট এলাকার ৮৬ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি তিস্তা বিশ্বাস দাসের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা শোকোস্তব্ধ। আহতদের দ্রুত কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে।’

বিজেপির তরফে কলকাতা পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটরের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।পুরপ্রতিনিধির মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন পুরপ্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিমও। তমলুকের এসপি ও জেলাশাসকের সঙ্গে কথাও বলেছেন তিনি। কলকাতায় তিস্তার গডসে ফার্স্ট লেনের বাড়িতে পৌঁছে গিয়েছেন তৃণমূল বিধায়ক দেবাশিষ কুমার। পৌঁছেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*