স্বার্থের সংঘাত এড়াতে ATK মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন সৌরভ

Spread the love

মোহনবাগানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন মহারাজের। স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠতেই আশঙ্কা সত্যি হল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি আর এটিকে মোহন বাগান বোর্ড-এ নেই। ইতিমধ্যেই এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদ ত্যাগ করেছেন বোর্ড সভাপতি। বিষয়টি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সৌরভ।

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রেখেছে RPSG গ্রুপ। ৭,০৯০ কোটি টাকায় আইপিএল -এর নতুন দল Lucknow franchise কিনেছে সঞ্জীব গোয়েঙ্কা সংস্থা। আইপিএল-এ বিসিসিআই চিফ হিসেবে যুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে এতদিন তিনি এটিকে মোহন বাগান বোর্ড-এ ডিরেক্টর পদে ছিলেন। স্বার্থের সংঘাতের প্রশ্ন ওঠে BCCI-এর অন্দরেই। এদিনই সমস্ত জল্পনা থামিয়ে সৌরভ স্পষ্ট করে দিয়েছেন এটিকে মোহনবাগানের সঙ্গে তিনি আর কোনওভাবেই যুক্ত নন। জানা গিয়েছে, সৌরভ যতদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে থাকবেন, ততদিন তিনি এটিকে মোহনবাগানের সঙ্গে দুরত্ব বজায় রাখবেন। যাতে স্বার্থের কোনও সংঘাত না হয়।

এতদিন এটিকে মোহন বাগানে-এ অল্প অংশীদারিত্ব ছিল বোর্ড প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের। ইতিপূর্বে এই দলটির নাম ছিল অ্যাটলেটিকো ডি কলকাতা, সংক্ষেপে ATK। গত মরশুমে মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাঁধে দলটি। সৌরভ ছিলেন এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে একজন। এটিকে মোহনবাগান RPSG গোষ্ঠীর মালিকানাধীন একটি ফুটবল দল। যেহেতু সঞ্জীব গোয়েঙ্কা মালিকানাধীন RPSG গোষ্ঠী আইপিএল টুর্নামেন্টে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে, সেকারণেই সৌরভের ক্ষেত্রে একটা স্বার্থের সংঘাত চলে আসার সম্ভাবনা ছিল। ESPN Cricinfo-র একটি রিপোর্ট সূত্রে খবর, সৌরভ আগেই এটিকে মোহনবাগান থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল।

সম্প্রতি সঞ্জীব গোয়েঙ্কা নিজেও এক টেলিভিশন সাক্ষাৎকারে এই স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠতেই জানিয়েছিলেন, আমার মনে হয় উনি এটিকে মোহনবাগান থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেবেন। এই ঘোষণাটি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের মুখেই করবেন। আমি বলতে চাইছি যে আমাকে ক্ষমা করে দিন। তবে আমার মনে হয় গোটা ব্যাপারটি আমি আগেই খোলসা করে দিলাম।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*