আমি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

তিনি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে ৷ গোয়ার মাটিতে পা দিয়ে এভাবেই বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “আমি কোঙ্কনি ভাষা, যাকে গোয়ানি বলে, তা শিখতে চাই ৷ আমি আপনাদের বোনের মতো ৷ এখানে ক্ষমতা দখল করতে আসিনি ৷ কিন্তু মানুষ যখন সমস্যার মধ্যে থাকে, তখন তা আমার হৃদয় ছুঁয়ে যায় ৷ মনে হয়, যদি আমি তাঁদের সাহায্য করতে পারি। আপনারা আপনাদের কাজ করবেন, আমরা শুধু আপনাদের পদ্ধতিগত বিষয়ে সাহায্য করব ৷ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আর গোয়া একটা সুন্দর রাজ্য ৷ আমি গোয়ার ভাই ও বোনেদের ভালোবাসি ৷” এভাবেই গোয়ার মানুষকে তাঁর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বলেন, বৃহস্পতিবার যখন আসছিলাম তখন ফেলেরিওজি আমায় বলছিলেন, কী ভাবে তাঁরা অত্যাচার করছে আমাদের দলের লোকের উপর ৷ এটা ভাোল লক্ষণ ৷ তারা ভয় পেয়েছে, দুশ্চিন্তায় রয়েছে ৷ এটা ওদের মানসিক দূষণ। তারা মানসিক চাপ এবং দূষণ ভোগ করছে ৷ কারণ তাদের কোনও সংস্কৃতি নেই, নেতৃত্ব নেই ৷

আমি যখন বিমানবন্দর থেকে আসছিলাম আমায় ২০-২৫ জন আমায় কালো পতাকা দেখিয়ে অভিনন্দন জানিয়েছে ৷ আর আমি তাদের নমস্তে জানিয়ে প্রতি অভিনন্দন জানিয়েছি ৷

বিজেপির প্রতি মমতার হুঁশিয়ারি, গোয়ার মানুষ খুব শিগগিরি আপনাদের কালো তালিকাভুক্ত করবে ৷ শুধুমাত্র গোয়ায় নয়, অন্য রাজ্যেও এমনটা হবে ৷ তৃণমূল কংগ্রেস অপ্রতিরোধ্য বাহিনী ৷ আমরা কখনও মাথা নত করব না ৷ আমরা আমাদের দলকে বিক্রি করব না ৷ মমতার অভিযোগ, গোয়ায় রকেটের আকাশছোঁয়ার মতো বেকারত্বের সমস্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ জিনিসের মূল্যবৃদ্ধি, খনিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কর্মচারীর সমস্যার মুখোমুখি হচ্ছে ৷ মৎস্যজীবী থেকে শুরু করে, ট্যাক্সি ড্রাইভার, বেকার তরুণ-তরুণীরা সবাই, এমনকি মহিলারাও ৷

গোয়ায় মহিলাদের ক্ষমতায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি ৷ মমতার কথায়, আমরা মহিলাদের ক্ষমতায়ন আর তরুণদের উন্নতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব, এ বিষয়ে আপনাদের নিশ্চিত করে জানাচ্ছি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*