আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি নিচে নামলেন। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে ৫ এবং ২৮ রান করেন। ১৩ পয়েন্ট কমে গিয়ে তিনি র্যাঙ্কিং-এ তিন নম্বরে চলে আসেন। প্রথম স্থানে আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ এবং দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। চার নম্বরে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। পাঁচে ভারতেরই চেতেশ্বর পূজারা। বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাদা। দুই এবং তিন নম্বরে আছেন যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। যদিও প্রথম টেস্টে খেলেননি রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডারের তালিকায় আইসিসি র্যাঙ্কিং-এ শীর্ষে আছেন বাংলাদেশের নব নিযুক্ত অধিনায়ক সাকিব আল হাসান। ই এবং তিন নম্বরে আছেন যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হেরেও দলগত র্যাঙ্কিংয়ে শীর্ষেই থেকে গেল ভারত। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে। তিন নম্বরে অস্ট্রেলিয়া। চারে নিউজিল্যান্ড। পাঁচে ইংল্যান্ড।
ফাইল ছবি
Be the first to comment