খড়দহ বিধানসভা কেন্দ্রের ভোট-ভবিষ্যৎ ; জানুন

Spread the love

উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন কাজল সিনহা। বিজেপি প্রার্থী করেছিল শীলভদ্র দত্তকে। ভোট পড়েছিল ৭৮.৭৬ শতাংশ। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, ২৮,১৪০ ভোটে বিজেপি প্রার্থীকে (৬১,৬৬৭) হারিয়ে জয় পেয়েছেন তৃণমূলের কাজল (৮৯,৮০৭)। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ছিলেন দেবজ্যোতি দাস (২৬,৯১৬)।

খড়দহের উপনির্বাচনে এ বার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিজেপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় সাহা। খড়দহে তফসিলি জাতির আনুমানিক হার ১৩.০৪ শতাংশ, তফসিলি উপজাতির আনুমানিক হার ১.১৪ শতাংশ এবং মুসলিম জনসংখ্যার আনুমানিক হার ১২ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*