কোচবিহারের দিনহাটা কেন্দ্রে মোট ভোটার ২,৯৯,২৫১ জন। ভোট পড়েছিল ৮১.৫৪ শতাংশ। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন উদয়ন গুহ। বিজেপি প্রার্থী ছিলেন নিশীথ প্রামাণিক। এ ছাড়াও ছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, তৃণমূল প্রার্থী পেয়েছেন ১,১৫,৯৭৮ ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ১,১৬,০৩৫ ভোট। মাত্র ৫৭ ভোটে তৃণমূলকে হারিয়ে দিনহাটা কেন্দ্রে জয়লাভ করেন বিজেপির নিশীথ।
অর্থাৎ, ৫৭ ভোটে এগিয়ে থেকে দিনহাটায় উপনির্বাচনের লড়াইয়ে নামছে বিজেপি। কিন্তু দুই ভোটের মাঝে এই এলাকায় ঘটে গিয়েছে একাধিক দলবদলের ঘটনা। তাতে কি উপনির্বাচনের ফলে কোনও প্রভাব পড়বে? এ বারের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে সেই উদয়ন গুহকেই। অন্য দিকে বিজেপি প্রার্থী করেছে অশোক মণ্ডলকে।
দিনহাটা কেন্দ্রে তফসিলি জাতির আনুমানিক হার ৪১.৭৯ শতাংশ, তফসিলি উপজাতির আনুমানিক হার ০.৩৫ শতাংশ এবং মুসলিম জনসংখ্যার আনুমানিক হার ৩২ শতাংশ।
Be the first to comment