বিশ্বকাপ সেমির দরজা কার্যত বন্ধ ভারতের, নিউজিল্যান্ড জিতলো আট উইকেটে

Spread the love

ভারতের বিরুদ্ধে আট উইকেটে জয়লাভ করল নিউজিল্যান্ড। পাকিস্তানের পর কিউয়িদের বিরুদ্ধেও ভারত ডাঁহা ফেল করল। ব্যাটিং এবং বোলিং সবদিক থেকেই পিছিয়ে ছিলেন কোহলিরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ১১০ রান তোলে ভারত। জবাবে ৩৩ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় ছিনিয়ে আনে নিউজিল্যান্ড। আর সেইসঙ্গে সেমিফাইনালে ওঠার দরজা ভারতের সামনে কার্যত বন্ধ হয়ে গেল।

আশা করা হয়েছিল আজকের ম্যাচে কিছু আলাদা হবে। কিন্তু বাকি ম্যাচগুলোর মত এই ম্যাচেও টস ভাগ্য সঙ্গ দিল না বিরাটের। টসে জিতে বিরাটকে ব্যাটিং করতে পাঠান কেন উইলিয়ামসন। আর ব্যাটিংয়ের শুরুতেই চমক দেয় ভারত। দলের চিরাচরিত ওপেনার রোহিত শর্মার বদলে ওপেন করেন ইশান কিষান ও কেএল রাহুল। যার ফলও পেল ভারত। ৭ উইকেট হারিয়ে ১১০ রানে শেষ হল ভারতের ইনিংস।

যেই ধরনের ক্রিকেটের জন্য ইশানকে চেনা সেই ভয়ডরহীন ক্রিকেটেই শুরু করার চেষ্টা করেন তিনি। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে চালাতে গিয়ে ডিপে ড্যারি মিশেলকে ক্যাচ দিয়ে বসেন। মাত্র ৪ রানেই শেষ হয়ে তাঁর ইনিংস। ১১ রানে প্রথম উইকেট হারায় ভারত। ফলে ওপেনিংয়ে পরীক্ষা নীরিক্ষার ফল ভালো হল না ভারতের জন্য। ব্যর্থ হল ওপেনিং জুটি।

তাক লাগিয়ে বিরাটের জায়গায় অর্থাৎ তিন নম্বরে ব্যাট করতে নামেন রোহিত শর্মা। কিন্তু নেমেই হোঁচট খাচ্ছিলেন তিনি। বোল্টের শর্ট বলে ব্যাট চালিয়ে ক্যাচ তুলেছিলেন। যদিও অ্যাডাম মিলনে তা ফেলে দেন। ক্যাচ নিতে পারলে পাকিস্তান ম্যাচের পুনরাবৃত্তি হতেই পারত। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে আউট হয়ে যান কেএল রাহুল। ইশান কিষানের ভুলই করলেন তিনি। মিশেলের হাতে ক্যাচ তুলে টিম সাউদির বলে মাত্র ১৮ রান করে প্যাভিলিয়নের ফেরেন।

এরপর ম্যাচের ৭ ওভার ৪ বলের মাথায় লং অনে ক্যাচ তুলে প্যাভিলিয়নের ফেরেন রোহিত শর্মা। ইস সোধির বলে মাত্র ১৪ রান করে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ তুলে আউট হন তিনি।
১১ তম ওভারে মাত্র ৯ রান করে আউট হন বিরাট কোহলি। ১৭ বল খেলে মাত্র ৯ রান করেন তিনি। সোধির বলে বড় শট খেলতে গিয়ে আউট হন। ডানহাতি লেগ স্পিনার ফের বিরাটের পথে কাঁটা হয়ে দাঁড়াল। পাকিস্তান ম্যাচের পর নিউ জিল্যান্ড ম্যাচেও ফের প্রশ্নের মুখে ভারতের ব্যাটিং লাইনআপ।

তবে হতাশা যে আরও অপেক্ষা করছিল সেটা হয়ত ভারতীয় সমর্থকদের মধ্যে কেউই বোঝেনি। ম্যাচের ১৪ ওভার ৩ বল নাগাদ অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। ১৯ বলে ১২ রান করেন তিনি। যার ফলে ৭০ রানে ৫ উইকেট হয়ে যায় ভারতের। ২৪ বলে ২৩ রান করে আউট হন হার্দিক পান্ডিয়া। বড় শট খেলতে গিয়ে বিরাট, রোহিতের স্টাইলেই আউট হলেন তিনি। ট্রেন্ট বোল্টের বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সমর্থকরা ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের একই ছবি। একই ওভারে মার্টিন গাপ্তিলের হাতে ক্যাচ তুলে শূন্য রানে আউট হন শার্দুল ঠাকুর। ১০০ রানের মধ্যে ৭ উইকেট চলে যায় বিরাটদের।

বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ আউট হয়েছে ভালো বোলিংয়ের জন্য নয়, খারাপ শট বা ভুল শট নির্বাচনের জন্য।
নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট, দুটি উইকেট নেন ইস সোধি, একটি করে উইকেট নেন টিম সাউদি ও অ্যাডাম মিলনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*