কলকাতায় পেট্রলের দাম লিটার পিছু ১১০ টাকার গণ্ডিও পেরিয়ে গেল

Spread the love

আজ কলকাতায় পেট্রলের দাম লিটার পিছু ১১০ টাকার গণ্ডিও পেরিয়ে গেল। আইওসি-র পাম্পে ৩৬ পয়সা বেড়ে দাঁড়াল ১১০.১৫ টাকা। ডিজ়েলও ৩৭ পয়সা বেড়ে হল ১০১.৫৬ টাকা। বাজারে জিনিসপত্রের দাম এবং যাতায়াতের খরচ কোথায় পৌঁছবে, সেই প্রশ্নে ক্ষোভে ফুটছে গোটা দেশে। অথচ তেলের এমন বাড়তে থাকা দামের হাত ধরে কেন্দ্রের রাজকোষ যে ফুলেফেঁপে উঠছে, তা সরকারি পরিসংখ্যানেই স্পষ্ট।

রবিবার খোদ কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টসের (সিজিএ) হিসাব বলছে, চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন শুল্ক খাতে সরকারের আদায় ৩৩% বেড়ে দাঁড়িয়েছে ১.৭১ লক্ষ কোটি টাকারও বেশি। আর অতিমারির আগের ২০১৯-২০ সালের ৯৫,৯৩০ কোটির থেকে সেই আদায় বেশি ৭৯%। সংশ্লিষ্ট মহলের আক্ষেপ, কর থেকে এত টাকা তুলছে সরকার। অথচ আমজনতার সুরাহার স্বার্থে তার সামান্য অংশ ছাড়তে পারছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*