গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই খুনের মূল নায়ক ভিকি হালদারকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে। ছদ্মবেশে সে বাণিজ্যনগরীতে গা–ঢাকা দিয়েছিল। গ্রেফতার হয়েছে ভিকির সঙ্গী শুভঙ্কর মণ্ডলকেও। শনিবার রাতে মুম্বইয়ের পারেল ইস্টের একটি বহুতল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ৩ নভেম্বর তাদের রাজ্যে নিয়ে আসা হবে।
গড়িয়াহাটে সুবীর চাকি ও তাঁর গাড়িচালক রবীন মণ্ডলকে খুন করেছিল ভিকি ও তার সাঙ্গপাঙ্গরা। ইতিমধ্যেই তাদের চারজনকে গ্রেফতার করা হয়েছিল। এমনকী ভিকির মা মিঠু হালদারকেও গ্রেফতার করা হয়েছিল। এবার পুলিশের জালে ধরা পড়ল ভিকি। সূত্রের খবরের উপর ভিত্তি করে মুম্বই থেকে পাওয়া গেল ভিকিকে।
জাহির এবং বাপিকে আগেই গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করে নানা তথ্য মিলেছিল। তাদেরই একটি সূত্র ধরে এগোতে গিয়ে পুলিশ মুম্বইয়ে থাকার সন্ধান পায়। বাপির স্ত্রী বন্দনার বয়ান পুলিশকে অনেকটা সাহায্য করেছিল বলে খবর। পর পর ঘটনাক্রম সাজিয়ে এবং বক্তব্য খতিয়ে দেখে এই মুম্বইয়ে থাকার বিষয়টি সামনে আসে। সেই সূত্রের উপর ভিত্তি করেই কলকাতা পুলিশ মুম্বই পাড়ি দেয়। সেখানের পুলিশের সাহায্যও নেওয়া হয়েছিল।
গোয়েন্দা সূত্রে খবর, এই খুনের পরিকল্পনা ছকে ফেলা হয়েছিল এক বছর আগে। ক্রেতা সেজে সুবীরকে তাঁর কাঁকুলিয়া রোডের বাড়িতে আসতে বলে ভিকি। সেই জন্য সেখানে এসেছিলেন কর্পোরেট কর্তা সুবীর চাকি। ১৭ অক্টোবর সুবীরের কাঁকুলিয়া রোডের বাড়িতে যায় ভিকি। আগে থেকেই ছুরি কিনে রেখেছিল ভিকি। ভিকি, জাহির এবং বাপি–সহ পাঁচজন সুবীরের বাড়িতে গিয়ে খুন করে। কিন্তু পালিয়ে বাঁচতে পারল না ভিকি। অবশেষে ধরা পড়ল।
Be the first to comment