মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সম্পত্তি অ্যাটাচ করল আয়কর দফতর। বিশেষ সূত্রে জানা গিয়েছে, পাওয়ারের ৫টি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে ৷ এর মধ্যে রয়েছে নরিম্যান পয়েন্টের নির্মল টাওয়ার, মহারাষ্ট্রের সাতারার জরান্দেশ্বর চিনির কারখানা, মুম্বইয়ের একটি প্রাঙ্গণ, দিল্লির একটি ফ্ল্যাট, গোয়ার একটি রিসর্ট ও মহারাষ্ট্রের ২৭টি এলাকায় থাকা জমি ৷ সবমিলিয়ে মোট সম্পত্তির আনুমানিক মূল্য হাজার কোটি টাকা ৷
গত মাসে অজিত পাওয়ারের বোনের বাড়ি ও অফিসে হানা দিয়েছিল আয়কর দফতর ৷ এরপরই অজিত পাওয়ার জানিয়েছিলেন যে, তাঁর সঙ্গে জড়িত সব সম্পত্তির জন্য নিয়মিত কর দেওয়া হয় ৷ ৬২ বছরের এনসিপি নেতা বলেছিলেন, “প্রতি বছর আমরা কর দিই ৷ আমি যেহেতু অর্থমন্ত্রী, তাই আর্থিক নিয়মগুলি সম্পর্কে আমি অবগত ৷ আমার সঙ্গে জড়িত সব সম্পত্তির জন্য নিয়মিত কর দেওয়া হয় ৷”
তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে তখন তিনি বলেছিলেন, আমি খুবই হতাশ, কারণ ৩০-৪০ বছর আগে বিয়ে হয়ে যাওয়া বোনেদের বাড়ি ও অফিসেও হানা দেওয়া হচ্ছে ৷ যদি তারা অজিত পাওয়ারের আত্মীয়ের বাড়িতে হানা দেয়, তাহলে মানুষ নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ভাববে…এই কারণেই এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে ৷”
তাঁর ভাইপোর বাড়িতে তল্লাশি প্রসঙ্গে বিজেপিকে একহাত নিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন, “এমন অতিথিদের দেখে আমরা ভয় পাই না ৷ রাজ্যের নির্বাচনের আগে কীভাবে আমাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিশ পাঠানো হয়েছিল, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে ৷ ব্যাঙ্কের থেকে আমার কোনও ঋণও নেওয়া ছিল না আর তার সঙ্গে আমার কোনও সম্পর্কও ছিল না ৷ ওরা আমায় নোটিশ দিয়েছিল আর মহারাষ্ট্র ওদের শিক্ষা দিয়েছে ৷” শরদ পাওয়ার আরও বলেন, “অজিত পাওয়ার ও অন্যদের ক্ষেত্রেও তাই হচ্ছে ৷ মানুষ ক্ষমতার অপব্যবহারের সাক্ষী থাকছে ৷”
Be the first to comment