কলকাতায় দৈনিক সংক্রমণ ফের ২৫০-এর দোরগোড়ায়

Spread the love

কলকাতায় দৈনিক সংক্রমণ ফের ২৫০-এর দোরগোড়ায় পৌঁছে গেল। মঙ্গলবার করোনা পরীক্ষা বাড়াতেই সংক্রমণ ২০০ থেকে লাফিয়ে ২৫০-র গণ্ডি ছুঁল। কলকাতা-সহ পাঁচ শহরতলির জেলার করোনা সংক্রমণ সেই ঊর্ধ্বমুখীই। বাকি ১৮ জেলায় জেলার করোনা-চিত্র অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও এদিন বেড়েছে। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বাকি ১৮ জেলায় ৩৫-র নিচে দৈনিক সংক্রমিতের সংখ্যা। ৬ জেলায় ১০-এর নিচে করোনা সংক্রমিত।

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৪৯ জন। উত্তর ২৪ পরগনায় ১৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ পৌনে তিনশোর আশেপাশে থেকেছে প্রায় গত সপ্তাহভর। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর আশেপাশে থেকেছে। এদিন ফের কলকাতায় ২৫০, উত্তর ২৪ পরগনায় ১৫০-এর কাছে পৌঁছে গেল। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২২০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। গতদিন ৩১ জন কমেছিল কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা। এদিন ফের বাড়ল সক্রিয়।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২২৯৯৫। এদিন কলকাতায় ২৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৫৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৫৬১৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২২২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৩৭ জন।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৯৪৮৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৩৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৩৩৭৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩৭ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*