হরিদেবপুরের পর সুভাষগ্রাম, ধৃত সন্দেহভাজন JMB জঙ্গি

Spread the love

দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে একজনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল NIA। ধৃতের নাম আব্দুল মান্নান। জানা গিয়েছে, সে বাংলাদেশের বাসিন্দা। বুধবারই তাকে আদালতে তোলা হবে বলে খবর। সূত্রের খবর, ধৃতের কাছ থেকে জাল ভোটার ও আধার কার্ড পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, বেশ কিছুদিন আগেই সে ভারতে এসেছিল। অভিযোগ, অনেককেই সে জাল পরিচয়পত্র তৈরি করে দেয়। কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে খবর, বাংলাদেশের JMB জঙ্গিদের সঙ্গে যোগসূত্র ছিল তার।

কলকাতা পুলিশের STF-এর হাতে এর আগে তিন জঙ্গি ধরা পড়েছিল। হরিদেবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল ওই তিন JMB জঙ্গিকে। ধৃতদের নাম ছিল নাজিজুর রহমান পাভেল ওরফে জোসেফ, মিখেল খান ওরফে শেখ সাব্বির এবং রফিউল ইসলাম। বাংলাদেশের গোপালগঞ্জের ওই তিন বাসিন্দা বড়সড় নাশকতার ফন্দি এঁটেছিল বলেই জানিয়েছিল, স্পেশাল টাস্ক ফোর্স।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন দিন ধরে তাদের উপর নজর রাখছিল STF। অবশেষে হরিদেবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই তিনজনকে। তদন্তকারীরা জানিয়েছিলেন, ধৃত তিনজন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ গোষ্ঠীর নব্য সদস্য। ধৃত নাজিজুরই ‘অপারেশনে’ নেতৃত্ব দিচ্ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*