রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবারের তুলনায় বুধবার রাজ্যে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও ৷ বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১৯ জন ৷ আগের দিন যা ছিল ৮৬২ জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ২৪৫ জন, উত্তর ২৪ পরগনায় ১৪৭ জন ৷
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের ৷ কলকাতা, উত্তর ২৪ পরগনায় ৪ জন এবং জলপাইগুড়িতে ২ জন করে প্রাণ হারিয়েছেন ৷ দার্জিলিং, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১ জন করে মারা গিয়েছেন ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা ১৫ লাখ ৯৫ হাজার ৪১৪ জন ৷
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৭৯ জন ৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৬৮ হাজার ৮৮ জন ৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ১৫২ জন ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৯ হাজার ১৭৪ জন ৷
এদিন ৪১ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৫৪৪ ৷ এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৫১৮ জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৩৫ জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট ৫ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার ৫২৬ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৩৫ জন ৷
Be the first to comment