কালীপুজোয় হুড়মুড়িয়ে কমলো সোনা ও রুপোর দাম, ৪৬ হাজার টাকার নীচে হলুদ ধাতু

Spread the love

কালীপুজোর দিন ভারতের বাজারে হুড়মুড়িয়ে কমল সোনা এবং রুপোর। এমসিএক্স সূচকে ১০ গ্রাম ডিসেম্বর গোল্ড ফিউচার্সের দাম ১.৫১ শতাংশ বা ৭০৯ টাকা কমে দাঁড়িয়েছে ৪৬,৯৬১ টাকা। অন্যদিকে, রুপোর দামও অনেকটা কমেছে। এক কিলোগ্রাম ডিসেম্বর সিলভার ফিউচার্সের দাম ১.২২ শতাংশ বা ৭৬৪ টাকা কমে হয়েছে ৬২,৪৮৭ টাকা।

অন্যদিকে বিশ্ব বাজারে বেড়েছে সোনার দাম। এক ট্রয় আউন্স সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৮১৬.৭ ডলার। যা বুধবারের থেকে ০.১৮ শতাংশ বেশি। গত ৩০ দিনে গড় সোনার দামের তুলনায় বৃহস্পতিবার হলুদ ধাতুর দর ৪.২৪ শতাংশ বেশি আছে। তবে কমেছে রুপোর দাম। এক ট্রয় আউন্স রুপোর দাম ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫.২ ডলার।

দেশের বিভিন্ন প্রান্তের স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, দাম কিছুটা কম থাকায় এবার দীপাবলির আগে সোনার চাহিদা বেড়েছে। গত বছর ধনতেরাসে যেখানে ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকার আশপাশে ঘোরাফেরা করছিল, এবার তা প্রায় ৩,০০০ টাকা কম আছে। গত বছর অগস্টে সোনার দাম রেকর্ড ৫৬,২০০ টাকা পৌঁছে যাওয়ার ফলে খুচরো বাজারে সোনার চাহিদা কিছুটা বেড়েছে।

অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান আশিস পেঠে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকায়, সোনার দাম কম থাকায় এবং বিয়ের মরশুমের কারণে এবার উত্‍সবের আবহ জমাট বেঁধেছে। চলতি বছরে মোট যে পরিমাণ সোনা বিক্রি হবে, তার ৪০ শতাংশ হবে অক্টোবর এবং নভেম্বরে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*