কালীপুজো এবং দীপাবলিতে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে সকলকে শুভ দীপাবলি জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘দীপাবলির শুভদিনে প্রদীপ জ্বালিয়ে উৎসব উদযাপন করছি আমরা। প্রার্থনা করি সকলের জীবন আনন্দ-উচ্ছ্বাসে ভরে উঠুক।’ একইসঙ্গে তিনি সকলের সুস্থ জীবনের কামনা করেছেন।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি কালীপুজো উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল সাংসদ টুইটে লিখেছেন, ‘মা কালী সকলকে ন্যায়ের জন্য লড়াই করার শক্তি দিক। আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হোক। মন্দ শক্তি পরাস্ত হোক।’
অন্যদিকে, রাজ্যজুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে দীপান্বিতা উৎসব। তারাপীঠে চলছে ধুমধাম করে পুজোর আয়োজন। এ দিন আর পাঁচটা দিনের মতো মা তারাকে ভোর বেলা স্নান করানো হয়। তারপর অষ্টধাতুর মুখাভরণ, মুণ্ডমালা, মুকুট, সোনার অলঙ্কার, শোলা ও ফুল মালা দিয়ে শ্যামা রূপে সাজানো হয়। শুরু হয় মঙ্গলারতি। মায়ের প্রথম পুজোর সঙ্গে দেওয়া হয় শীতলা ভোগ। নিত্য নিয়ম মেনে এ দিনও মায়ের নিত্যভোগ হয়। সন্ধ্যারতির আগে মা’কে নতুন করে ফুল মালা দিয়ে সাজানো হয়।
দুর্গাপুজোর মতো কালীপুজোর মণ্ডপেও প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র কালীপুজো নয়, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোতেও মণ্ডপের মধ্যে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। মাস্ক বা টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেও মণ্ডপে ভিড় নয় বলে জানিয়ে দিয়েছে আদালত। রাজ্যের তরফে আদালতকে জানানো হয়, রাজ্যের পজেটিভিটি রেট আশঙ্কাজনক নয়। কিন্তু, শুধুমাত্র টিকাকরণ বা মাস্ক পরা ছাড়পত্র হতে পারে না। দুর্গাপুজোর সময়ও একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। কিন্তু, দেখা গিয়েছিল নিয়মের তোয়াক্কা না করেই রাস্তায় ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।
Be the first to comment