করোনা সংক্রমণের আঘাত সামলে আবার ট্র্যাকে ফিরছে কলকাতা বইমেলা। করোনার কারণে রাজ্যে অধিকাংশ মেলা এমনকি আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবও বন্ধ ছিল ৷ এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাজ্য সরকার জানিয়ে দিল আগামী ৭ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা ৷ এর মধ্যে চলচ্চিত্র উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত এবং বইমেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
২০১৯ সালে কলকাতা বইমেলার থিম দেশ ছিল গুয়াতেমালা। পরবর্তী বইমেলা যেহেতু আয়োজন করা যায়নি সে কারণেই বাংলাদেশকে এবছর বইমেলার থিম কান্ট্রি হিসাবে তুলে ধরা হবে বলে বুক পাবলিশার্স এন্ড সেলার্স গিল্ড সূত্রের খবর ৷ ২০২১ সালে বইমেলায় বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং দেশ স্বাধীন হওয়ার ৫০-তম বর্ষ উদযাপন করার কথা ছিল ৷ কিন্তু করোনাকালে তা বাস্তবায়িত না করার কারণেই একুশের বইমেলার থিম কান্ট্রি হিসেবে এবারেও বাংলাদেশকেই রেখে দেওয়া হচ্ছে।
একই সঙ্গে সোমবার রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের নির্ঘন্টও ঘোষণা করা হয়েছে। আগামী বছর এপ্রিল মাসে হতে চলেছে এই বাণিজ্য সম্মেলন ৷ সরকারের তরফ থেকে ২০২১ সালে বাণিজ্য সম্মেলন করার কথা আগে ঘোষণা করা হলেও করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে এ বছর বাণিজ্য সম্মেলন করা যায়নি। যেহেতু এখন করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে তাই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ এপ্রিল মাস নাগাদ এই সম্মেলন করা হবে।
Be the first to comment