পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে সবাইকে সতর্ক হয়ে উৎসব পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের জানিয়ে দিলেন ছট পুজো উপলক্ষে দু’দিন ছুটি থাকছে ৷ পাশাপাশি কেন্দ্রকে একহাত নিয়ে মমতা বলেছেন, আচ্ছে দিনের বদলে দেশে এসেছে খারাপ দিন ৷ জ্বালানির দাম আকাশছোঁয়া ৷ নোটবন্দি মানুষের দুর্দশা ডেকে এনেছে ৷
মঙ্গলবার বিকেলে পোস্তাবাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়েই তিনি নাম না-করে একহাত নেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে ৷ মমতা বলেন, “পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের দাম আগুন ৷ নোটবন্দি অনেককে ঘরবন্দি করেছে ৷ আচ্ছে দিনের বদলে এসেছে খারাপ দিন ৷ অনেকে আবার এমন আছেন, যাঁদের দিল্লি থেকে এক পয়সাও আনার ক্ষমতা নেই, অথচ সরকারের পেছনে লাগার চেষ্টা করে যাচ্ছেন ৷”
তবে জ্বালানির দাম আকাশছোঁয়া হলেও ফল, শাক-সবজির দাম যাতে খুব বেশি না-নেওয়া হয়, সে জন্য ব্যবসায়ী সমিতির কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ব্যবসায়ীদের প্রতি তাঁর আবেদন, “সাধারণ মানুষকে যাতে কষ্টে পড়তে না-হয় সেটা দেখবেন ৷ দাম বাড়াবেন না ৷ এক বছর হয়ত লাভ কম হবে ৷ এটা মানুষের জন্য সেবা ৷ আমরা আজ আছি কাল নেই ৷ কাজেই আমাদের এমন কিছু করে যেতে হবে, যাতে মানুষ অনেকদিন আমাদের মনে রাখে ৷”
কোভিডের আতঙ্কে যখন পোস্তা বাজার বন্ধ ছিল, তখন মানুষের স্বার্থে তাঁর অনুরোধেই সুরক্ষার ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীরা বাজার খুলে দিয়েছিলেন বলে এ দিন জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাতে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল না-দেখা দেয়, সে জন্য সেই সময় তাঁর কথা মেনে ব্যবসায়ীরা পাশে দাঁড়ানোয় তাঁদের এ দিন ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বাংলার শিল্পপতিরা কোভিডের তীব্র সঙ্কটের সময়ে নানা ভাবে মানুষের সাহায্যে এগিয়ে আসায় তাঁদেরও কুর্নিশ করেন মমতা ৷
আগামী কয়েকদিনও বঙ্গে থাকছে উৎসবের আবহ ৷ জগদ্ধাত্রী পুজো রয়েছে, ছট পুজো রয়েছে ৷ কোভিড বিধি মেনে উৎসব পালনের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেছেন, “কোভিড যোদ্ধারা নিজেদের জীবন দিয়ে কাজ করেছেন ৷ আপনারা পুজো করুন, তবে ঘাটে যখন যাবেন, অবশ্যই মাস্ক পরবেন ৷ ধীরে ধীরে ঘাটে যাবেন ৷ তাড়াহুড়ো করবেন না ৷ তাহলে জলে ডুবে যেতে পারেন ৷” ছট পুজোয় ১০ ও ১১ নভেম্বর দু’দিন ছুটি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
উৎসব পালনের সময় সব থানাকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷ বলেছেন, “সব পুলিশ স্টেশনকে বলব মাইক্রোফোনের ব্যবস্থা রাখুন ৷ ঘাটে যাওয়ার আগে মাইকে ঘোষণা করবেন ৷ সতর্ক করবেন মানুষকে ৷” মমতার কথায়, “ঝড়-জল যাই হোক, উৎসবমুখর বাংলা কখনও থেমে থাকে না ৷ সবাইকে নিয়ে চলার নামই ধর্ম ৷ বিভেদ নয়, জোটবদ্ধ ভারতই সবটুকু আনন্দ দিতে পারে ৷”
Be the first to comment