পদ্মশিবিরে জোর শোরগোল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই বহিষ্কৃত হাওড়া সদরের বিজেপি সভাপতি ও দলের বহু পুরনো কর্মী সুরজিৎ সাহা। নারদকাণ্ডের প্রসঙ্গ টেনে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতা শুভেন্দু অধিকারীকে কার্যত ‘চোর’ বলে দাগিয়ে দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির হাওড়া জেলার সভাপতি সুরজিৎ সাহা ৷
একইসঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, ‘বিজেপি বি টিমের অধীনে কাজ করব না। কে প্রকৃত বিজেপি কর্মী তার সার্টিফিকেট শুভেন্দুর থেকে নেব না। আগে তিনি নিজের সততার প্রমাণ দিন। ৬ মাস দলে আসা নেতার থেকে বিজেপি করা শিখব না।’
সুরজিৎ সাহার এই পদক্ষেপকে ভালো চোখে দেখেনি হাইকম্যান্ড। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘দলের বৈঠকের কথা বাইরে আনা নিয়ম বহির্ভূত।’ এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে।
Be the first to comment