কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা করলেন সৌমেন্দু অধিকারী

Spread the love

কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা করলেন অধিকারীরা ৷ বুধবার অর্থাৎ ১০ নভেম্বর নন্দীগ্রামে ‘নন্দীগ্রাম দিবস’ উপলক্ষে ভূমি উচ্ছেদ কমিটির উদ্যোগে রাজ্যের শাসকদল শহিদ স্মরণে একটি সভার আয়োজন করে ৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, জয়া দত্ত, অখিল গিরি-সহ এক ঝাঁক রাজ্যের প্রথম সারির নেতা-নেত্রী।

অভিযোগ, ওই মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ তাঁর পরিবারের উদ্দেশ্যে কটূক্তি করে মন্তব্য করেন কুণাল ঘোষ ৷ তার ভিত্তিতেই কুণালের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন শুভেন্দু এবং তাঁর পরিবার ৷ তবে মামলার বিষয়টি পাত্তা দিচ্ছেন না কুণাল ৷

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভেন্দুদের মীরজাফর, গাদ্দার-সহ একাধিক শব্দবাণে কটূক্তি শানান। তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি মহকুমা আদালতে কুণালে বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করলেন। তবে এনিয়ে বিশেষ প্রতিক্রিয়া দেননি সৌমেন্দু ৷ বলেন, কুণাল ঘোষ কুরুচিকর মন্তব্য করার অভিযোগে মামলা করেছি। আর বেশি কিছু বলব না, যা বলার আমার আইনজীবী বলবেন।

সৌমেন্দুর তরফের আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, বুধবার নন্দীগ্রামের একটি সভা থেকে শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি এই সভা থেকে গদ্দার, মীরজাফর-সহ একাধিক কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। সেই কারণে সৌমেন্দু অধিকারী ও তাঁর পরিবারের সদস্যদের সম্মানহানি হয়েছে। ৫০০ আইপিসি ধারায় মামলা রুজু হয়েছে। কাঁথি আদালতে এসিজেএম বিচারক শিবম মিশ্রের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কেস ফাইল করাও হয়ে গিয়েছে।

তবে মামলা দায়ের হওয়ার বিষয়টি পাত্তা দিতে চাইছেন না কুণাল ৷ তৃণমূলের মুখপাত্র বলেন, আমি এখনও পর্যন্ত কিছু জানি না। তবে আমি বুধবার যা যা বলেছি, ঠিক বলেছি। ওরা সব পদ তো তৃণমূল কংগ্রেস থেকেই পেয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*