পুজোর পর থেকে একটানা সংক্রমণের শীর্ষে কলকাতা। মহানগরের ঊর্ধ্বমুখী সংক্রমণ চিত্রে ফের প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। আর জগদ্ধাত্রী পুজোর আগে রাজ্যের কোভিড পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, সামান্য হলেও বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫৪। যা নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ০১ হাজার ৭৩২ জন। একদিনে কোভিড মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩। রাজ্যে মৃত্যুর হার ১.২০ শতাংশ। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৭ হাজার ৯৭৩। এদিন নতুন করে সক্রিয় আক্রান্তের তালিকায় জুড়েছে ২৮ জন।
এদিন শহরের কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৬। মৃত্যু হয়েছে ২ জনের। যা রীতিমতো আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছে। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। ওই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫৯। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ জন। হুগলিতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬। হাওড়ায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬১ জন। আতঙ্ক শৈলশহর দার্জিলিঙের পরিসংখ্যানেও। এদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে পৌঁছলো ৪২ জনে।
এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ২৯ ও ১১ জন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬ ও ২০। ঝাড়গ্রামে ৯ জন, বাঁকুড়ায় ১৬ জন, পুরুলিয়ায় এক জন, বীরভূমে ৭ জন, নদিয়ায় ৪৫ জন, মুর্শিদাবাদে দুই জন, মালদায় ৫ জন, দক্ষিণ দিনাজপুরে ২৭ জন, উত্তর দিনাজপুরে ৫ জন, জলপাইগুড়িতে ২৫ জন, কালিম্পঙে ৬ জন, কোচবিহারে ১০ জন এবং আলিপুরদুয়ারে চার জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
Be the first to comment